Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরাপাড়া ইউনিয়ন

২০১১-১২অর্থ বছর এর পরিকল্পনা।

১। দফা জিসি রাস্তা হইতে দফা কবরস্তান পর্যন্ত রাস্তা নির্মান।

২। বেতাল খোকন মিয়ার বাড়ীর রাস্তা নির্মান।

৩। গোয়ালদী মোল্যা বাড়ী মসজিদ হইতে কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মান।

৪। পুরাপাড়া ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা সামগ্রী ও আসবাব পত্র সরবারাহ।

৫। পুরাপাড়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে নলকূপ স্থাপন।

৬। পুরাপাড়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে স্যানিটেশন সরবারাহ।

৭। পুরাপাড়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে গবাদি পশুর ভিটামীন ট্যাবলেট ও ভ্যাক্সিন প্রদান।

৮। মজলিশপুর ফেরীঘাট হতে কালীমন্দীর পর্যন্ত রাস্তা নির্মান।

২০১২-১৩ অর্থ বছর এর পরিকল্পনা।

১। দুলালী মোল্যা বাড়ী জামে মসজিদ হইতে দুলালী হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা নির্মান।

২। দুলালী রাস্তা ভাঙ্গায় বক্স কালবাট নির্মান।

৩। পুরাপাড়া ইউনিয়ানের বিভিন্ন গ্রামে স্যানিটেশন স্থাপন।

৪। পুরাপাড়া ইউনিয়ানের বিভিন্ন গ্রামে নলকূপ স্থাপন।

৫। ব্রাহ্মনডাঙ্গা জামাল সরদারের বাড়ী হতে মোহাম্মদ মোল্যার বাড়ী হইয়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মান।

৬। ব্রাহ্মনডাঙ্গা সরদার বাড়ী পাকা রাস্তা হইতে আওয়াল মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান।

২০১৩-১৪ অর্থ বছর এর পরিকল্পনা।

১। ব্রাহ্মনডাঙ্গা খলিল মোল্যার বাড়ী হইতে ব্রাহ্মনডাঙ্গা আলীম মাদ্রাসা পর্যন্ত রাস্তা নির্মান।

২। ব্রাহ্মনডাঙ্গা মাঝি বাড়ীর পার্শ্বে খালের উপর বৃজ নির্মান।

৩। পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নলকূপ স্থাপন।

৪। পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়ীতে স্যানেটেশন স্থাপন।

৫। পুরাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ নির্মান।

২০১৪-১৫ অর্থ বছর এর পরিকল্পনা।

১। বেতাল খলিল মিয়ার বাড়ী হতে বেতাল পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মান ও পূর্ননির্মান।

২। গোয়লদী কদমতলা বৃীজ হতে গোয়ালদী মাদ্রাসা হইয়া বনগ্রাম বাজার পর্যন্ত রাস্তা পাকা করন।

৩। দফ মৃধা মোড় হইতে মেহেরদীয়া ফেরী ঘাট পর্যন্ত রাস্তা পাকা করন।

৪। দফা কামাল ফকিরের বাড়ী হইতে দফা সরকারী প্রাথমীক বিদ্যালয় ভায়া বল্লভদী ইউপি সীমান পর্যন্ত রাস্তা পাকা করন।

৫। দুলালী বটতলা হইতে দুলালী সরকারী প্রাথমীক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মান ও পূর্ননির্মান।

২০১৫-১৬ অর্থ বছর এর পরিকল্পনা।

১। মেহেরদীয়া মাঠ পাড়া জামে মসজিদ হতে বনকগ্রাম কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মান ও পূর্ননির্মান।

২। বাগাট সুকন্ঠর বাড়ী হতে বাগাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মান ও পূর্ননির্মান।

৩। দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ঘোনাপাড়া কালীমন্দীন পর্যন্ত রাস্তা নির্মান ও পূর্ননির্মান।

৪। দুলালী কাপালী বাড়ী খালের উপর ব্রীজ নির্মান।

৫। পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়ীতে নলকূপ স্থাপন ও স্যানিটেশন সরবারাহ।